শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরএনপিপি প্রকল্পের নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৪৯৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:০১ অপরাহ্ণ

ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিক রবিন প্রামানিক ( ২৫ ) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন । তিনি রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিথ কোম্পানীতে কর্মরত ছিলেন । বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর ) ভোর ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

রবিন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর পশ্চিমপাড়া এলাকার ঝান্টু প্রমানিকের ছেলে । বক্তারপুর গ্রামের তৌফিকুল ইসলাম কনক জানান , ৭ দিন আগে রবিন ডেঙ্গুতে আক্রান্ত হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থতা অনুভব করলে তাঁকে বাড়িতে আনা হয় ।

গত মঙ্গলবার আবারো শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রবিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫ টায় সে মারা যায় ।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) শফিকুল ইসলাম শামীম জানান , ডেঙ্গু আক্রান্ত রবিন প্রমানিকের শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । ইতিপূর্বে রবিন কিডনী রোগে আক্রান্ত ছিল বলে তাঁর স্বজনরা জানান । রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান , রবিন প্রমানিকের মৃত্যুর বিষয়টি এখনো জানতে পারিনি । রূপপুর গ্রিণসিটি আবাসিক ও নির্মাণাধীন প্রকল্প এলাকায় ডেঙ্গুর লাভা অপসারণ ও মশা নিধনে সর্বোচ্চ কার্যক্রম চলমান রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!