বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শিরোনামঃ
ঈশ্বরদীতে বাবার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সন্তানদের আহাজারি  ঈশ্বরদীতে মাটির পুতুল পোড়াতে গিয়ে আগুনে দগ্ধ স্কুল শিক্ষার্থী  ঈশ্বরদীতে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু রায়পুর মানব কল্যাণ সংস্থার  ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত  জীবনের জয়গান মানব কল্যান সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ ক্লাব আইজিয়ান এর উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত  আওয়ামীলীগ হত্যায় উৎসাহী দল– ঈশ্বরদীতে রুহুল কবির রিজভী  ঈদ উপলক্ষে ঈশ্বরদী থানা পুলিশের বিশেষ মহড়া  ঈশ্বরদীতে শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান মরিয়ম বেগম

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি গুরুত্বর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উপনেতা জিএম কাদের এমপি

সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা / ৩৭১ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৯:২৯ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে বিদেশ নেয়ার মতো শারীরিক অবস্থা নেই। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই। টানা ৭৫ দিন ধরে তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো থাকলেও অনেকটা নিস্তেজ অবস্থায় আছেন তিনি।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) সারাদেশে জাতীয় পার্টির পক্ষ থেকে রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করতে নির্দেশনা দিয়েছেন পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাপা সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সিএমএইচে চিকিৎসাধীন রওশন এরশাদকে দলটির সিনিয়র নেতারা দেখতে যাননি। তবে, গত দুইদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রওশন এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে সিএমএইচে যান। সেখানে তিনি দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন।

বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সচিব মামুন হাসান জানান, ম্যাডামের (রওশন এরশাদ) ছেলে সাদ এরশাদ সাহেব নিয়মিত হাসপাতালে যান। তার সর্বশেষ শারীরিক অবস্থা তিনিই ভালো বলতে পারবেন। রওশন এরশাদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ছেলে সাদ এরশাদ বলেন, মা’র শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে বয়সের কারণে তিনি ঠিকমত চলাফেরা করতে পারছেন না। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মা মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। আমি আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। রওশন এরশাদের ঘনিষ্ঠজন বলে পরিচিত সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, আমরা ম্যাডামকে নিয়মিত দেখতে যেতে চাই, কিন্তু সিএমএইচে রোগী দেখার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া আমরা নিয়মিত বিরোধীদলীয় নেতার খোঁজ খবর রাখছি।

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দীর্ঘদিন ধরে রওশন এরশাদ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে। কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন তিনি। অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেয়া হবে।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। এরশাদের মৃত্যুর পর ছেলে রাহগির আল মাহি সাদ রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন রওশন। দ্বিতীয় দফায় গত ১৪ আগস্ট থেকে টানা ৭৫ দিনের মতো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা গোলাম মুহাম্মদ কাদের এমপি ও জাতীয় পাটি চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া রওশন এরশাদ এমপি জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!