আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে পাবনার আটঘরিয়ায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪-সেপ্টেম্বর) রাতে আটঘরিয়া উপজেলার লক্ষীপুরের বাওইখোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ উঠান বৈঠকের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির পুত্র ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে দোলন বিশ্বাস বলেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় নৌকা মার্কা মানেই দেশের উন্নয়ন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আঃলীগ সরকার কে আবারো ক্ষমতায় আনতে হবে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকাকে বিজয়ী করতে সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান তিনি।
বীর মুক্তিযোদ্ধা আলীমুদ্দির সভাপতিত্বে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুরাদ আলী মালিথা, আটঘরিয়া পৌর আঃলীগের যুগ্ম আহবায়ক জাইদুল ইসলাম মুকুল, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশরাফুল আবেদীন সহ অন্যান্যরা।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।