পাবনার আটঘরিয়া উপজেলায় সারুটিয়ার নূর বাজার নক- আউট প্রিমিয়ার ফুটবল লীগ ২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য,প্রয়াত ভূমিমন্ত্রী পুত্র সাকিবুর রহমান শরীফ কনক ।
গতকাল রবিবার ( ৩০ তারিখ) বিকালে উপজেলার সারুটিয়া বাজারে,সারুটিয়া বি,এস,এস উচ্চ বিদ্যালয় মাঠে, সজীব ওয়াজেদ জয় ইয়ুথ ক্লাব কর্তৃক আয়োজিত নক আউট ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে কনক শরীফ ঈশ্বরদী হতে বিপুলসংখ্যক (প্রায় তিনশত) নেতাকর্মীদের মোটরসাইকেল বহর বেষ্টিত হয়ে যোগদান করেন।অনুষ্ঠান স্থলে পৌছালে আয়োজক কমিটি ব্যাচ পড়িয়ে, ফুল ও ক্রেষ্ট দিয়ে প্রধান অতিথি কে বরণ করে নেন।
ছবিঃ মাঠে উপচে পড়া দর্শক
প্রায় চার হাজার(৪,০০০) দর্শকের উপচে পড়া উপস্থিতিতে
পাবনা জেলা ক্রিয়া সংস্থা কর্তৃক পরিচালিত ফাইনাল খেলায়, সৌহার্দ স্পোটিং ক্লাব বনাম খোদাইরপুর স্পোটিং এর অংশগ্রহণে নির্ধারিত সময় শেষে গোল শুন্য ড্র হয়।পরে টাইব্রেকারে ০৫-০৩ গোলে সৌহার্দ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে কনক শরীফ বলেন বিকেলে খেলার মাঠ আর রাতে পড়ার টেবিল ফাঁকা রাখা যাবে না।আমি আপনাদের পাশে সকল সময়ই যে কোনো ভালো কাজে একসাথে পথ চলবো, ঠিক আমার পিতার মতই আমি সাধারণ মানুষের সুখেদুখে নিরন্তর পাশে আছি এবং থাকবো। আপনার সবাই আমার প্রয়াত পিতার জন্য দোয়া করবেন,আল্লাহ যেনো তাকে বেহেশত নছিব করেন,এবং আমার মা ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। এছাড়াও তিনি এমন দর্শক নন্দিত আয়োজনের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।কনক শরীফ খেলার আয়োজক কমিটির জন্য ত্রিশ হাজার (৩০,০০০) ,ফাইনালে অংশগ্রহনকারী দলের জন্য পনের হাজার ( ১৫,০০০) ও সেরা দর্শকের জন্য পাঁচ হাজার (৫,০০০) নগদ পুরুষ্কার ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চাদভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বলেন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ছিলেন বলেই আজ আমি কামাল চেয়ারম্যান,এই উচ্চ বিদ্যালয় এবং আমরা এখানে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ গফুর মিয়া,সহসভাপতি আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ ও সাবেক ইউপি চেয়ারম্যান। জহুরুল ইসলাম বাবলু,সভাপতি দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ। মোঃ ইন্তাজ আলী খাঁ,সভাপতি, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। ইকরামুল হক পুলক সরদার,সভাপতি দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগ । আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মিন্টু, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলাম সাগর সহ স্হানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
শেষে চ্যাম্পিয়ান দলের হাতে প্রধান অতিথি পুরুষ্কার তুলে দেন।
মোঃ রনির সঞ্চালনায় পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইদ্রিস আলি মোল্লা, আমন্ত্রণে ছিলেন শরিফুল ইসলাম বিপ্লব।