শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

‘আমার বঙ্গবন্ধু: প্রেম ও প্রেরনায়’ লেখার প্রতিযোগিতায় সাংবাদিক আলাউদ্দীন আহম্মেদ পুরস্কৃত 

নিজস্ব প্রতিবেদক / ৩৫৬ বার পঠিত
আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ
ছবি: স্বপ্নশীলন প্রকাশিত বই ও সম্মাননা স্মারক হাতে সাংবাদিক আলাউদ্দিন আহম্মেদ

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাহিত্য-সামাজিক সংগঠন ‘স্বপ্নশীলন’ সারাদেশ থেকে লেখা আহ্বান করে। লেখার বিষয় ছিলঃ ‘আমার বঙ্গবন্ধু: প্রেম ও প্রেরনায়’।

এতে বেশ কয়েকজন লেখকের সাথে সিনিয়র সাংবাদিক ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের ঈশ্বরদী প্রতিনিধি আলাউদ্দিন আহমেদের একটি লেখা মনোনীত হয়ে সম্মানীত নাজমুল হুদা সম্পাদিত পরিচ্ছন্ন একটি বইতে প্রকাশিত হয়েছে।

এ ব্যাপারে আলাউদ্দিন আহমেদ তাঁর অনুভূতি প্রকাশ করে জানান, ‘লেখাটি একবছর আগে দেয়া ছিল।
একমাস আগে ম্যাসেজ মারফত জানতে পারি লেখাটি মনোনীত ও ছাপা হওয়ার কথা।

হঠাৎ শনিবার (২৬ জুন) দুপুরে বাসায় একটি গিফট বক্স পেলাম। এরমধ্যে ছিল প্রকাশিত বর্ণাঢ্য একটি বই, ক্রেস্ট, একটি আকর্ষনীয় নোটবুক ও টি-শার্ট। এগুলো হাতে পেয়ে ভীষণ আনন্দ পেয়েছি। একই সাথে আমার কন্যা তনিমা ও তার মা নিলীম আহমেদও খুব খুশি’।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারনে আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠান হয়নি। তবে গত শুক্রবার (২৫ জুন) ঢাকায় অনলাইন অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম’।

এদিকে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে নিয়ে লেখায় পুরস্কৃত হওয়ায় ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন সাংবাদিকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জাগরণ নিউজ টুয়েন্টিফোরের পক্ষ থেকেও সাংবাদিক আলাউদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

সাংবাদিক আলাউদ্দিন আহমেদ সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!