শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে রেলের অভিযান

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ২৫৯ বার পঠিত
আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১০ অপরাহ্ণ

ঈশ্বরদীতে রেলের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে। বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পুরাতন বাস টার্মিনাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাহবুব খান স্মৃতি মঞ্চ ও এর আশেপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। পাকশি বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, আরএনবির নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঈশ্বরদী শহরে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ করা হয়েছে। এসব অবৈধ দখলদারদের নোটিশ ও মাইকিং করে দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হলেও তারা কর্ণপাত করেননি। ফলে সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, রেলওয়ের জমিতে নির্মিত অবৈধ সকল স্থাপনাগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!