পাবনার ঈশ্বরদীতে নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ রাব্বি প্রামাণিক (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার (খ) ঈশ্বরদী সার্কেল।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের চর-রুপপুরে এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আসামী রাব্বি চররুপপুর এলাকার গোলাপ প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে আটককৃত আসামী বসত বাড়ি হতে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।