দেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের রুপপুর উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকায় সামনে বর্নিল আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আফজাল। এ সময় এবি ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাগনও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এবি ব্যাংক পাবনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ হোসেন রানা’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মন্ডল।
এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, এবি ব্যাংক রুপপুর উপশাখা ম্যানেজার এনামুল হক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।