পাবনার ঈশ্বরদীতে হযরত খাদিজা(রাঃ) মহিলা কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করেন এবং পঞ্চাশ হাজার (৫০,০০০)টাকা নগদ অনুদান প্রদান করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক।
ছবিঃ মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ
গতকাল শনিবার দুপুরে উপজেলায় সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি পশ্চিমপাড়ায় এই মাদ্রসার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কনক শরীফ বলেন,আমার প্রয়াত পিতা আমার নেতা তার জীবনের সমস্ত সময় আটঘরিয়া ঈশ্বরদীর আপামর জনসাধারণের মুখে হাঁসি ফোটানোর জন্য সারাটি জীবন নিরন্তরভাবে কাজ করে গেছেন,এমন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ,মাদ্রাসা, গোরস্থান নেই যে যেখানে তার অনুদান পৌছায়নি।আজ তিনি আপনাদের মাঝে নেই,কিন্তু তার চলমান কার্যক্রম থেমে নেই,আমি যতদিন বাঁচবো আমার পিতার মতই আপনাদের সুখেদুখে পাশে থাকবো ইনশাআল্লাহ , আপনারা সবাই আমার প্রয়াত পিতার জন্য দোয়া করবেন, আমার মা ও দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
ছবিঃ মাদ্রাসা উদ্বোধন শেষে সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত
এর আগে কনক শরীফ সেখানে উপস্থিত হলে মাদ্রাসার পরিচালক আনিসুর রহমান, মুহতামিম তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন, উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মিলন প্রামানিক, ইউপি সদস্য রুপভান বেগম ও অত্র এলাকার সকল গণ্যমান্য।