১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারে সদস্যদের হত্যাকারীদের বিচার দ্রুত কার্যকরের দাবীতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার রেলগেট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে মুক্তিযুদ্ধ মঞ্চ ঈশ্বরদী পৌর শাখা।
মুক্তিযুদ্ধ মঞ্চ ঈশ্বরদী পৌর শাখার সভাপতি মেহেদী হাসান রাহুলের সভাপতিত্বে ও সাংগাঠনিক সম্পাদক রঞ্জিত কুমার শীল রঞ্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ন আহবায়ক সজিব মালিথা, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাসের পুত্র যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস প্রমুখ।
মাননববন্ধনে বক্তারা বঙ্গবন্ধু সহ তার পরিবারে সদস্যদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার দ্রুত কার্যকরের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে খন্দকার মোস্তাকের কোষ্পত্তলিকা দহ করা হয়।
এসময় পৌর ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ তারেক, ছাত্রনেতা নাহিদ হোসেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার সদস্যররা উপস্থিত ছিলেন।