শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াবাসহ গ্রেফতার

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৫৩০ বার পঠিত
আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১১:১৫ পূর্বাহ্ণ

পাবনার ঈশ্বরদী উপজেলায় হত্যা ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরে আলম সিদ্দিকী মিল্টন (৪০) কে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮শ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত আসামি মিল্টন ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান ফেরদৌস কলোনী মহল্লার মৃত আব্দুর রহিমের ছেলে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধায় ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেট এলাকা থেকে তাকে আটক করে ঈশ্বরদী থানাধীন পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, হত্যা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিল্টন দীর্ঘদিন পলাতক থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঈশ্বরদী থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকার থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, আটককৃত আসামি মিল্টনের বিরুদ্ধে ২০১২ সালে নাটোরের বড়াইগ্রাম থানায় আঙ্গুরা আবেদীন কে অপহরণ করে হত্যা, লাশ গুম, টাঙ্গাইলের মির্জাপুর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া ঈশ্বরদী থানায় তার বিরুদ্ধে চারটি মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।

আটকৃত আসামী দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন। শনিবার আদালতের মাধ্যমে দুই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ঐ আসামিকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!