আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি ও আঃলীগ সরকারের উন্নয়নের বার্তা জনগনের মাঝে পৌঁছে দিতে পাবনার ঈশ্বরদীতে রেজাউল রহিম লাল এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢুলটি বাজার সংলগ্ন মদিনা টাওয়ারে এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আঃলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আঃলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীন এ আঃলীগ নেতা সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আমিসহ দলীয় নেতৃবৃন্দ এসেছি জননেত্রী শেখ হাসিনার অর্ভূতপূর্ব উন্নয়ন আপনাদের সামনে তুলে ধরতে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তা সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঈশ্বরদী আটঘরিয়া থেকে মনোনয়ন চাইবো। যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আশা করি এ অঞ্চলের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। আর যদি মনোনয়ন না পায় তাহলেও আমি নৌকার পক্ষে কাজ করবো।
সাবেক ছাত্রনেতা শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা আঃলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম হোসেন, রেজাউল রহিম লাল এর পুত্র রেজাউল শাহরিয়ার প্রমুখ।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেল হোসেন, সাবেক ছাত্রনেতা নূরুজ্জামান রাজিব, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান, নাহিদ হোসেন, লিটন হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।