সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নের উদ্ভাবনে স্থানীয় সরকার, এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসে’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, পাকশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার প্রমুখ।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে সভাস্থলে এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার সকল স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি সচিব, সদস্য, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।