ঈশ্বরদীতে প্রস্তাবিত আইসিটি পার্ক নির্মানের নির্ধারিত স্থান পরিদর্শন করতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে ঈশ্বরদীতে আসেন বাংলাদেশ সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
রাত ১১ টার সময় ঈশ্বরদী উপজেলার পাকশী লালন শাহ সেতু গোল চত্ত্বরে প্রবেশ করলে তাকে পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের পক্ষে থেকে ফুল দিয়ে বরণ করেন তার একমাত্র পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। এসময় দলীয় নেতাকর্মী সহ ঈশ্বরদীবাসির ভালোবাসায় সিক্ত হন তিনি।
পরে তাকে স্বাগত জানান ও ফুল দিয়ে বরণ করেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ও পাবনা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাসের পিএস রাজন মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুরাদ আলি মালিথা প্রমুখ।
ছবি: ঈশ্বরদীতে প্রস্তাবিত আইসিটি পার্কের নির্ধারিত জায়গা পরিদর্শনকালে।
এর পড় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাশুড়িয়া তেঁতুলতলা আইসিটি পার্কের জন্য নির্ধারিত গণপূর্ত বিভাগের পরিত্যক্ত জায়গা পরিদর্শন করেন। দ্রুত বাস্তবায়নের জন্য আশ্বাস দেন, এবং পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় দাশুড়িয়া তেতুলতলা আইসিটি পার্ক নির্মান হওয়ায় তাকে ধন্যবাদ জানান।
দাশুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার , ঈশ্বরদী উপজেলা সহকারী প্রোগ্রামার আই সিটি অধিদপ্তর মাসুদ রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজ, যুবনেতা কামাল বিশ্বাস, সাবেক কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজান মালিথা, , বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম রুজধি হাসান মিলন, ছাত্রনেতা আশিক হায়দার বিশাল,ছাত্রলীগ নেতা শেখ সীমান্ত সহ যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।