শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

ঈশ্বরদীর আলোচিত কাঁচা বাদাম গানে নাচের ঘটনায় তদন্ত কমিটির বিদ্যালয় পরিদর্শন

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ২৬৬ বার পঠিত
আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে ‘কাঁচা বাদাম ও ডিজে’ গানে পাবনার ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উদ্যম নাচের ঘটনায় এক সহকারি শিক্ষক কে সাময়িক বরখাস্তের পর সরজমিনে ঘটনার তদন্ত করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় পাবনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার তদন্ত করেন। প্রায় ৩ ঘন্টা ধরে চলা এ তদন্তে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের জবানবন্দি নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দীন। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আগামী কাল লিখিত সিদ্ধান্ত জানানো হবে বলেও সাংবাদিকদের জানিয়েছন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমরা ঘটনার সত্যতা যাচায়ের জন্য এসেছিলাম। যারা অনুষ্ঠান পালনের দায়িত্বে ছিলো, শিক্ষার্থীসহ কোন কোন শিক্ষক মঞ্চে উপস্থিত ছিলো এবং কারা কারা নাচে অংশগ্রহন করেছে সকলের জবানবন্দি আমরা নিয়েছি। কেন এমন অনুষ্ঠান হলো, কিভাবে হলো এসব বিষয় নিয়ে তদন্ত কমিটির সকল সদস্যদের নিয়ে আলোচনা করে আজ সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট প্রেরণ করা হবে। তারপর কর্তৃপক্ষ আগামীকাল ব্যবস্থাগ্রহন করবেন।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা সলিমপুরের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানের মঞ্চে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কাঁচা বাদাম’ ও ‘হিন্দি গানের’ সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন পালন করে।

এ সময় বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক আইডি থেকে লাইভ করা হলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি ভাইরাল হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সমালোচনার মধ্যে পড়ে। অনেকে ফেসবুকে নানা ধরনের মন্তব্য করেন। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ওই পেজটি থেকে ভিডিও ডিলিট করে দেয়। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে প্রধান শিক্ষক কে শোকজ করা হয়।

তারপরই গত ২৩শে মার্চ প্রধান শিক্ষকের লিখিত জবাবের পরিপ্রেক্ষিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের নির্দেশে গত বুধবার (২৩ মার্চ) বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রিপনকে সাময়িক বরখাস্ত করতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দেয়া হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়াও পাবনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কে আহবায়ক করে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিষয়ে তদন্ত করতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনও করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!