পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) উপজেলার পৌর এলাকার ইস্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী পৌর সভার মেয়র ইসাহক আলী মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মুরাদ আলী মালিথা, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাশেম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফিরেজা বেগম, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ আলী প্রধান, প্রাথমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ইস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ প্রমুখ।
টুর্নামেন্টে পৌরসভার মোট ৮ টি বিদ্যালয়ের ১৬ টি দল অংশগ্রহন করবে। আগামী ২৬ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।