কক্সবাজারে পর্যটনে ভাটা, হোটেলে ৬০ শতাংশ রুম খালি।
মুবিনুল হুদা চৌধুরী সোহাইল.জেলা কক্সবাজার।
কক্সবাজার শুধু দেশের নয় পৃথিবীর একটি আকর্ষণীয় পর্যটন জোন। তাই এখানে এবছর বিদেশি বেশ কিছু পর্যটক এসেছে এবং আরো আসতে শুরু করেছিল।বছরের প্রথম দিনে সব পর্যটকদের ফুল দিয়ে বরণ করা হয়। এ জন্য স্ব স্ব হোটেল বিদেশি পর্যটকদের স্বাগত জানিয়ে সব সময় ফুল দিয়ে বরণ করেন কর্তৃপক্ষ।
কিন্তু কিছু দেশি – বিদেশি তৎপরতা এই পর্যটন স্রোতকে বন্ধ করতে ভূমিকা পালন করছে।
দেশের পুলিশ কর্মকর্তা ও র্যাবের কর্মকাণ্ডও ভূমিকা রেখেছে বিরুপ পরিস্থিতি সৃষ্টির জন্য। প্রশাসনে সমন্বয়হীন পরিস্থিতির জন্য তা দায়ী।যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে হোটেল, মোটেল, পর্যটন অবকাঠামো গড়ে তুলেছেন, তাদেরও দায়িত্ব আছে পরিবেশকে পরিছন্ন রাখা এবং ভয় মুক্ত রাখা।