ছবি: লেখক সাব্বির আহমেদ
নদীরে তোর কাছে আমার কান্না মাখা কথা
সাব্বির আহমেদ
নদীরে তোর কাছে আমার কান্না মাখা কথা
তোর তীরে তে বাস করি আমি বুঝিস না আমার ব্যাথা,
ভেঙেচুরে দিলিরে তুই আমার গড়া ঘর
তুই আমার এত আপন ছিলি, করে দিলি পর।
আমার ছোট্ট শিশু সোনা, তোর বুকেতে খেলে
তোর তীরেতে জীবন গড়ে, দেখিস না চোখ মেলে?
তুই যে আমার আপন ছিলি, করে দিস না পর
ঘড়টা আমার ভাঙিস নারে, করিস নারে চর।
আমার বসবাসের ভিটা ভেঙে দিয়ে তুমি
পার বে হয়তো গড়তে আবার নতুন সবুজ ভূমি,
কিন্তু তুমি পারবেনাতো ফিরিয়ে দিতে আবার
বানভেসে চলে যাওয়া প্রাণগুলো আর স্বপ্নগুলো সবার।