শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় বিএমএসএফ এর জেলা শাখার কমিটি গঠন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া / ৩৩৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কুষ্টিয়া জেলা শাখার ২০২২-২৩ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার সময় কুষ্টিয়া আর, সিসি রোড সংলগ্ন মেহেরজান রেষ্টুরেন্টে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক সুরক্ষা আইন ১৪ দফা দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদন জানাবেন বলে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কুষ্টিয়া জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করেন সাংবাদিক নেতারা। কাউন্সিলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পদে দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুর রহমান রিজু ও সাধারন সম্পাদক দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সিমাকে নির্বাচিত করা হয়।

এছাড়াও জাতীয় দৈনিক গনকণ্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ১নং সহ-সভাপতি হিসেবে কে এম শাহীন রেজা ও ২নং সহ সভাপতি হিসেবে দৈনিক জয়যাত্রা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নবীনকে দায়িত্ব প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা মহাসচিব আহমেদ আবু জাফর। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল খায়ের খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল রশিদ চৌধুরী, দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার প্রকাশক ও সম্পাদক চৌধুরী মৌরশেদ আলম মধু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মকুল খসরু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অপূর্ব চৌধুরী জয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাসিবুর রহমান রিজু। সঞ্চালনায় ছিলেন, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুরুন্নাহার সীমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!