শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

ছাতকে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ মানিক মিয়া,কোম্পানিগঞ্জ,সিলেট / ২০২ বার পঠিত
আপডেট : রবিবার, ১ মে, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ

ছাতকে অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল শনিবার বিকেলে শিল্পনগরী ছাতকের প্রাণকেন্দ্র তাহির প্লাজাস্হ চিলিস রেস্টুরেন্টে অনলাইন প্রেসক্লাবের আহবায়ক প্রভাষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমদ জাকিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, সিলেট ক্যান্টনম্যান্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহিন কাওছার সানী, জননী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও
সিলেট টাইমস এর সম্পাদক মোশাররফ হোসেন সুজাত, সাংবাদিক তমাল পোদ্দার।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অনলাইন প্রেসক্লাবের সদস্য হাফিজ জিয়াউর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এম শাহিন আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন অনলাইন প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ মাহমুদ মনির। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ছাতক থানার এসআই শাহীন আহমদ, অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মীর আমান মিয়া লুমান, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক মিয়া, অনলাইন প্রেসক্লাবের সদস্য জামরুল ইসলাম রেজা, আবু সুফিয়ান আলিরাজ, অমিত আচার্য, এমরান হাসান, হাফিজুর রহমান লিটন, মামুন মুন্সি, সাংবাদিক হিফজুল ইসলাম, একতা শিল্পী গোষ্ঠী’র কার্যকরী পরিষদের পরিচালক জয়নাল আবেদীন, তোফায়েল আহমেদ, সালমান আহমদ, ওয়াহিদুল আলম নোমান, জুমাদ আহমেদ সহ ছাতকের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অনলাইন প্রেসক্লাবের আহবায়ক প্রভাষক মোশাররফ হোসেন বলেন অনলাইন সাংবাদিকদের প্রাণকেন্দ্র ও প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান ছাতক অনলাইন প্রেসক্লাব।
ছাতক অনলাইনের প্রেসক্লাবের প্রথম আহবায়ক কমিটি গঠিত হয় ২৯ জানুয়ারি ২০২১ইংরেজি রোজ শুক্রবার।
বৈশ্বিক মহামারীর কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। খুব শীঘ্রই সততা যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
সাংবাদিক ভাইদের সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য অনুরোধ করেন।
পরিশেষে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!