শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

দেড় বছর পর রাবির হল খুলছে ১৭ অক্টোবর, ক্লাস ২১ অক্টোবর

ভাস্কর সরকার, রাবি প্রতিনিধি / ৪৪৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ২:৫৫ অপরাহ্ণ

প্রায় ১৮ মাস (দেড় বছর) বন্ধ থাকার পর আগামী ১৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

আর ২১ অক্টোবর থেকে সশরীরে সব বিভাগে শুরু হবে ক্লাস। হলে অবস্থান ও ক্লাসে উপস্থিতির জন্য ১০টি নির্দেশনা দিয়েছে বিশ্বিবদ্যালয় প্রশাসন৷ সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া হবে। শিক্ষার্থীদের হলে ও ক্লাসে অবস্থানের সময় বিশ্ববিদ্যালয়ের দেয়া নির্দেশনাগুলো অবশ্যই মানতে হবে।

প্রসাশনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। যারা রেজিস্ট্রেশন করেনি তাদের হলে ওঠার বা ক্লাস শুরুর আগে রেজিস্ট্রেশন শেষ করে টিকার অন্তত প্রথম ডোজ নিতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার রেজিস্ট্রেশনে সহায়তা করবে। যারা টিকা নিয়েছে তাদেরকে টিকা গ্রহণ সনদের দুই কপি সঙ্গে নিয়ে যেতে হবে। আবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে এক কপি; অনাবাসিক শিক্ষার্থীর ক্ষেত্রে বিভাগে ও অন্য কপি আইসিটি সেন্টারে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যে সব শিক্ষার্থী টিকা নেয়নি, কিন্তু সুরক্ষা অ্যাপে বা ইউজিসির ইউনিভ্যাকের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশনের দুই কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

ক্যাম্পাসে, হলে বা ক্লাসে অবস্থান সময়ে সকলের মাস্ক ব্যবহার আবশ্যক। আবাসিক হল কিংবা বিভাগে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। যেকোনো শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে দ্রুত হল বা বিভাগ কর্তৃপক্ষকে অথবা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রকে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন কক্ষে পৃথক রাখার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ছাত্র-শিক্ষক-কর্মচারি সবাইকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!