বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

নির্বাচনের সকল উত্তাপ যেন সলিমপুরের ৬ নং ওয়ার্ডে

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৩৬৪ বার পঠিত
আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৯:৪৫ পূর্বাহ্ণ

আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে সলিমপুরের ৬ নং ওয়ার্ডে ছড়াচ্ছে নির্বাচনী উত্তাপ। প্রতীক বরাদ্দ হওয়ায় প্রার্থীদের প্রচার-প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে।গ্রামে, পাড়ায়-মহল্লায় মেম্বার প্রার্থীরা নানা রকমভাবে চালাচ্ছেন তাদের গণসংযোগ,জয়ের আশা ব্যক্ত করছেন সকলেই।

পছন্দের প্রার্থীর জনপ্রিয়তার জানান দিতে সন্ধ্যা হলেই, পাড়া মহল্লার অলিগলিতে বিভিন্ন শ্লোগানে দফায় দফায় চলে মোটরসাইকেল শো-ডাউন। পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছেন রাস্তার দু’পাশ। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে মাইকিং। প্রত্যেক প্রার্থীর রয়েছে আলাদা আলাদা নির্বাচনী অফিস।

এদিকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন সকল প্রার্থী । মোড়ে-মোড়ে, রাস্তা-ঘাটে, চায়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমলোচলার ঝড়। কে হবেন আগামীদিনের জনপ্রতিনিধি? কতটুকুই বা কাজ করবেন জনসাধারণেরর জন্য? তবে নির্বাচনে জয়ী হওয়ার আগেই প্রার্থীরা এলাকার রাস্তা-ঘাটের উন্নয়নসহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

বর্তমান ইউপি সদস্য (তালা প্রতিকের) আক্তারুল ইসলাম জানান, বিগত পাঁচ বছরে অনেক উন্নয়নমুলক কাজ করেছি এই ওয়ার্ডে। রাত নেই, দিন নেই যখন মানুষ প্রয়োজন মনে করেছে তখনই তাদের পাশে দাড়িয়েছি। আশা করছি ভোটের মাধ্যমে এই ওয়ার্ডের মানুষ তার প্রতিদান দিবে।

ওয়ার্ডের সাবেক সদস্য (ফুটবল প্রতিকের) মাছুম রেজা বিশ্বাস জানান, এই ওয়ার্ডের মানুষের ভালোবাসা পেয়েই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম। বিগত দিনে নিজের সর্বোচ্চ দিয়ে জনগনের কল্যানে কাজ করেছি। নির্বাচিত হলে আবারো তাদের সেবা করার সুযোগ পাবো।

আরেক সাবেক সদস্য (মোরগ প্রতিকের) আলমগীর হোসেন আলম জানান, সুষ্ঠ নির্বাচন হলে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করলে সর্বোচ্চ ভোটে দ্বিতীয় বারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হবো।

ওয়ার্ডটিতে নতুন মুখ হিসেবে নির্বাচন করছে আরও তিনজন প্রার্থী । (টিউবয়েল প্রতিকে) আব্দুস সালাম, (আপেল প্রতিকে) মোস্তাক হোসেন ও (ঘুড়ি প্রতিকে) শিহাব উদ্দীন শিহাব।

তবে প্রচার-প্রচারনায় পিছিয়ে নেই কেউই। পুরোনোদের সাথে পাল্লা দিয়ে নতুনরাও রিতিমতো প্রচার প্রচারণায় ব্যস্ত রেখেছেন নিজেদের।

বিগত দিনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এই ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো কখনো কেউ মেম্বার নির্বাচিত হন নি। নতুন মুখগুলোই বার বার জনপ্রিয়তা কুড়িয়ে পেয়েছে।

তবে ভোটাররা বলছেন সংঘাত নয়, প্রতিযোগিতা থাকুক। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা।

এই ওয়ার্ডে সংরক্ষিত আসনের দুই মহিলা মেম্বার প্রার্থীও রয়েছেন। ৪,৫,৬ নং ওয়ার্ডে তাল গাছ প্রতিক নিয়ে বর্তমান মেম্বার শাহানাজ পারভীন ও মাইক প্রতিক নিয়ে ঝরনা খাতুন নির্বাচন করছেন। প্রচার প্রচারনায় তাড়াও পিছিয়ে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!