শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

পটিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময়

সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি / ৩৫২ বার পঠিত
আপডেট : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ণ

পূজার মহাসপ্তমীর দিনে চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এসময় তিনি পটিয়া পৌরসভার বাহুলী মিত্রপাড়ায় সার্বজনীন দুর্গা মন্দির, পটিয়ার পৌরসভার ৩নং ওয়ার্ডের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক আয়োজন ঘুরে দেখে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আমরা অসাম্প্রদায়িক চেতনায় সবাই মিলেমিশে সকল উৎসব পার্বণ উদযাপন করতে পারছি, একসময় বিএনপি-জামাত এই দেশে মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটিয়ে বাংলার হাজার বছরের সাম্প্রদায়িক শান্তি বিনষ্ট করতে চেয়েছিল। বিগত ১৩ বছরে জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে মৌলবাদী জঙ্গিদের দমন করেছেন বলে আজ বাংলাদেশ অসাম্প্রদায়িক শান্তির দেশ হিসেবে বিশ্বের রোল মডেল।

এ ধারাবাহিতা বজায় রাখতে আগামীদিনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আপনার আমার নেত্রীর জন্য আশীর্বাদ করবেন, এই দেশের উন্নয়নের জন্য প্রার্থনা করবেন। এ অনুষ্ঠানে বদিউল আলমের পক্ষ থেকে উপহার স্বরুপ প্রায় ১২ হাজার মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন কমিটির নেতা পুলক দা, পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ডা. অজয়, পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, যুবনেতা তৌহিদুল আলম জুয়েল, আনোয়ার, ভোলা, আব্দুল ছবুর, দিহান ও পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!