শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

পটিয়া নোঙ্গর রেস্তোরাঁয় বিদ্যুৎ শর্টসার্কিট অগ্নিকান্ড, এক লাখ টাকার ক্ষতি, আহত ১

পটিয়া, চট্টগ্রাম প্রতিনিধি / ২৪৬ বার পঠিত
আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ৩:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া পৌরসদর থানার মোড় এলাকায় ২৬ সেপ্টেম্বর রবিবার রাত ৯টার সময় নােঙ্গর রেস্তোরাঁয় বিদ্যুৎ শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে এক লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় একজন আহত হয়েছে। আহতকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার ভর্তি করে।

ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ এবং জনগণের সহায়তায় অগ্নিনির্বাপণ করে। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। পটিয়া ফায়ার সার্ভিস অফিসার মোঃ মনির জানান, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাতের ঘটনা ঘটে। তবে সময়মত ফায়ার সার্ভিস এসে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল উদ্ধার পূর্বক রক্ষা পায়। নােঙ্গর রেস্তোরাঁয় এ অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ১লাখ টাকা ক্ষতি সাধন হয় বলে ধারণা করা হয়। ফায়ার সার্ভিসের অফিসার মোঃ আলী জানান, দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি টিম অগ্নি নির্বাপণ করতে সক্ষম হয়।

এদিকে পটিয়া আবদুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জানান, স্কুল বিল্ডিংয়ের উপরে মার্কেট নির্মাণ সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও স্কুলের বিগত কমিটি সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক এবং অবৈধভাবে শ্রেণিকক্ষের উপর রেস্তোরাঁর জন্য ভাড়া দেয়। আজ যেখানে আগুন লেগেছে তার নিচের রুমেই ছাত্ররা ক্লাস করে। যদি ক্লাস চলাকালীন সময়ে দিনের বেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো এবং আগুন নিয়ন্ত্রণে না আসতো তাহলে বড় ধরনের প্রানহানির আশংকা ছিল। এস আলম পরিবার তাদের পিতা মরহুম মোজাহেরুল হক সাহেবের নামে দ্বিতল এই বিল্ডিংটি স্কুলকে অনুদান হিসেবে নির্মাণ করে দেয়। বিগত কমিটি স্কুলের বিল্ডিংটি উপরের দিকে বর্ধিত না করে ছাদটি পাশে থাকা একটি রেস্তোরাঁর কাছে হলরুম হিসেবে ভাড়া দিয়ে ছাত্রদের ঝুঁকিতে পেলে দেয় বলে অভিযোগ তুলেন। তাছাড়াও রেস্তোরাঁর নিচে ঢাকা ব্যাংকও রয়েছে।

ভবিষ্যতে বিষয়টি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ চিন্তা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরী এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে আশু হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!