বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় সাহাপুর থেকে দাশুড়িয়া পর্যন্ত কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা টি সাহাপুর মন্ত্রী মোড় থেকে শুরু হয়ে মসজিদ মোড়, জিগাতলা, ক্লাব মোড়, নতুন হাট মোড়, ঈশ্বরদী আলহাজ্ব মোড় হয়ে দাশুড়িয়া এম এম হাই স্কুল মাঠে এসে শেষ হয়।
পরে সেখানে ঈশ্বরদী উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
ছবি: ঈশ্বরদী উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব
প্রধান অতিথির বক্তব্য হাবিবুর রহমান হাবিব বলেন, মিছিল মিটিং এ গুলি করে মানুষ কে আর গৃহবন্দি করে রাখা যাবে না। পূর্ব দিকের সূর্য পশ্চিমে উঠতে পারে, দক্ষিনের হাওয়া উত্তর দিক থেকে বইতে পারে কিন্তু আওয়ামীলীগ সরকারের অধীনে এ দেশের জনগন আর নির্বাচনে যাবে না।
ছবি: সাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুলের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা
এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল হক সেন্টু সরদার, ঈশ্বরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাক্কি মন্ডল, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ সুলভ, সদস্য সচিব আজমল হোসেন সুজন, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক আহম্মেদ, আটঘরিয়া পৌর বিএনপির সদস্য, মাঝপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আরাফুল ইসলাম রহুল মেম্বার, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক টনি বিশ্বাস, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম নয়ন, বিএন পি নেতা আতিয়ার রহমান, শহীদ সরদার, সাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমান (মনিরুল), পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আশরাফুল ইসলাম খান, যুবদল নেতা বাবু বিশ্বাস, ,রিপন, আরিফুজ্জামান, রিফাত হোসেন রবিন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।