শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত

জাগ্রত সকাল ডেস্ক / ১৪৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৯:২৬ পূর্বাহ্ণ

মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ। পাপমুক্তি আর মহান আল্লাহ রাব্বুল আলামীনের রহমত অর্জনের পরম সৌভাগ্যময় এ রাত। আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় এ রাতে ইবাদত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
আরবী সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতই মুসলমানদের কাছে শবেবরাত হিসেবে পরিচিত। ফারসি ‘শবে বরাত’ আরবিতে লায়লাতুল বরাত। সৌভাগ্যের রজনী। এ রাতে আল্লাহ মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। এ রাতে মানুষের ভালো-মন্দের আমলনামা মহান আল্লাহর দরবারে তুলে ধরা হয়। আল্লাহতায়ালা আগামী এক বছরের জন্য তাঁর প্রিয় বান্দাদের হায়াত মউত রিজিক দউলত আর আমলের ফায়সালা দিয়ে থাকেন এ রাতে।

তাই আল্লাহ তায়ালার অশেষ রহমত লাভের আশায় মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা এবং ঘরে ঘরে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং জিকির আসকারসহ ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন।
ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুল-ভ্রান্তি এবং পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করবেন। বাঙালি মুসলিম সমাজে শবেবরাতের একটি আনন্দঘন সামাজিক দিকও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!