ছবি: লেখক (মদিনা খাতুন সন্ধ্যা)
অবলিলায় ঘনঘটা,
মলিন ও প্রাণোতটে।
কোথায় রহিনু পড়িয়া,
খন্ডিত সংসারে!!
আজ মোর প্রাণ কাঁদে, গহিনো অরণ্যে
চিতকার করি ওঠে না সুর, বহিয়া যায় নিলয়ে।
কোথায় পাইবো সেই সুখ
খুঁজে যায় আঁখি জুড়ে,
প্রাক্তন হয়েও হয়নি পর
হয়েছি আপন অন্তরে।
ভূবনো মাঝে হয়েছি অতিথি
হয়েছি না জানি আরো কত কি…??
তবুও জানো মা তোমার মেয়ে হতে পারেনি তোমারি অবধি।।
হয়েছি চূর্ণ, হয়েছি পূর্ণ, হয়েছি না জানি কত শত
হয়েছি আমি তোমারি পরিপূরক,
আজও হতে পারিনি তোমারই স্বরূপ।।