শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈশ্বরদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৩৮১ বার পঠিত
আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১:৫৪ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈশ্বরদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ ) পালিত হয়েছে । ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হজরত মুহাম্মদ ( সাঃ ) – এর জীবন নিয়ে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করে বিভিন্ন ধর্মীয় সংগঠন ।

পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা . ) উপলক্ষে ঈশ্বরদীতে জশনে জুলুসে মানুষের ঢল নামে । নানা শ্রেণি পেশা ও বয়সের মানুষ এতে শরিক হয়েছেন । সবার মুখে ছিলো হামদ , নাত , দরূদ আর নারায়ে তাকবীর ও আল্লাহ আকবর শ্লোগান ।ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে সমস্বরে ধ্বনিত হয়েছে ইয়া নবী সালামু আলাইকা , ইয়া রাসুল সালাতু আলাইকা । তাদের হাতে ছিল কালেমা খচিত রঙ – বে রং এর ব্যানার ও ফেস্টুন।

রবিবার ( ১০ অক্টোবর ) সকাল ৯ টায় শহরের ফতেহমোহাম্মদপুর আল – মদিনা মসজিদ থেকে পবিত্র মিলাদুন্নবীর জশনে জুলুস শুরু হয় । প্রতি বছরের মতো এবারও আহলে সুন্নাত ওয়াল জামায়াত সবচেয়ে বড় জুলুস বা শোভাযাত্রার আয়োজন করেছে । শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মাহবুব আহম্মেদ স্মৃতি মঞ্চে এসে শোভাযাত্রা শেষ হয় । পরে সেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ ) এর জীবনী নিয়ে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

আল মদিনা জামে মসজিদের খতিব ঈমাম মাওলানা মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস , ওয়ার্ড কাউন্সিলর ওয়াকিল আলম , সাবেক কাউন্সিলর কামাল আশরাফি সহ মুফতি মাওলানা ও ইসলামী চিন্তাবিদগণ ।

 

 

এ ছাড়া ঈশ্বরদীতে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল হয় । এসব অনুষ্ঠানে মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয় ।

এ দিনে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন , নফল নামাজ আদায় , মিলাদ মাহফিল , পবিত্র কোরআন তিলাওয়াত ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে হজরত মুহাম্মদ ( সাঃ) কে স্মরণ করেন ।

আমাদের প্রিয় মহানবী হজরত মুহাম্মাদ ( সা . ) ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে ( ১২ রবিউল আউয়াল ) পৃথিবীতে আগমন করেন । ৬৩ বছর ব্যবধানে ঠিক এই দিনেই ওফাত লাভ করেন । তাই মুসলিমদের কাছে পবিত্রতম দিন এটি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!