বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নমুলক কর্মকান্ডের কাছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র পরাজয় নিশ্চিত জেনে তারা বিদেশী নেতাদের কাছে তোষামোদ শুরু করেছে। স্বাধীনতার বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন, পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
আসন্ন জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে শনিবার সন্ধ্যায় সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ডঘর মোড়ে ইউনিয়ন আঃলীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে তা মোকাবিলা করতে হবে। বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের এ ধারা দেখে বহিঃবিশ্বের নেতারা আজ অবাক হয়ে তার উন্নয়নের দিকে তাকিয়ে থাকে। আঃলীগ সরকার অসহায় মানুষদের জন্য বিভিন্ন ধরনের সরকারী ভাতা’র ব্যবস্থা করেছেন। এত এত উন্নয়নের পরও কেন মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে না কেন বলতে পারেন??
উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আঃলীগ সরকার কে আবারো ক্ষমতায় আনতে হবে। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকাকে বিজয়ী করতে সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান তিনি।
সলিমপুর ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক নায়েক এম.এ. কাদেরের সভাপতিত্বে ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মালিথা, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, সলিমপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কালাম সরদার, ৬নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আব্দুর রহিম মালিথা, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সেলিম বিশ্বাস, যুবলীগ নেতা কামাল বিশ্বাস, ৪ ননং ওয়ার্ড যুবলীগের সভাপতি ভান্টু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুঝ।