ছবি: লেখক (মদিনা খাতুন সন্ধ্যা)
হ্যাঁ আমিই নারী
✍️মদিনা খাতুন সন্ধ্যা ✍️
হ্যাঁ আমিই নারী,
ভালোবাসা যদি হয় বিশ্ব রজনী
আমি তাহলে বিশ্ব মায়াবী।
হ্যাঁ আমিই নারী,
অবহেলিত সেই পথের কান্ডারী।
হ্যাঁ আমিই নারী,
বিশ্ব রচয়িতার শ্রেষ্ঠ জীবনীর কাহিনির সেই শ্রেষ্ঠ প্রিয়সি।
হ্যাঁ আমিই নারী,
অট্টালিকার সেই শূন্য এক পথচারী।
হ্যাঁ আমিই নারী,
উত্ত্যক্ত অগ্নি দহনে ঝলসেও হাঁসতে জানি।
হ্যাঁ আমিই নারী,
ভয়ানক নিশির সেই শ্রেষ্ঠ কারিগর।
হ্যাঁ আমিই নারী,
হৃদয় স্তম্ভে রক্তাক্ত রক্তজবা আড়াল করতে জানি।
হ্যাঁ আমিই নারী,
কোমল হাতে দাবানলও নিরাময় করতে পারি।
হ্যাঁ আমিই নারী,
স্নিগ্ধ অগ্নি দৃষ্টিতে বৃষ্টি উপলব্ধি করি।
হ্যাঁ আমিই নারী,
চার দেয়ালের বন্ধ ঘরে প্রচুর স্বপ্ন বুনি।