শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

ঈশ্বরদীতে মসজিদ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত কমপক্ষে ১০

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৩৪৪৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১০:৪৩ অপরাহ্ণ

ঈশ্বরদীতে মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০  জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায়  সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হাসান সন্টু সরদার, খালেক সরদারের ছেলে ইমন সরদার (১৬), আলাল সরদারের ছেলে  রকি ইসলাম (২৫), আবুল হোসেন সরদারের ছেলে রেজাউল করিম রুনু সরদার (৫০),  দুলাল সরদারের ছেলে মিঠু সরদার (২৪), আবু সাইদ সরদারের ছেলে শাহাবুল (৩৮) ও কয়েকজন মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

মারাত্নক আহত সন্টু সরদার ও আহতদের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় একটি মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরেই মসজিদের ইমাম সানাউল্লাহ নূরী,হাসেম মেম্বার ও ছাইদার সরদারের নেতৃত্বে একদল দূর্বৃত্ত আহতদের বাড়ির সামনে ও বাড়িতে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

পরে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন করে জোড়ালো অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!