শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

ঈশ্বরদীতে উপজেলা আ’লীগের সম্মেলনকে ঘিরে সংবাদ সম্মেলন- প্রার্থীতা ঘোষণা

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৪৬৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৪:০৪ অপরাহ্ণ

দীর্ঘ ৭ বছর পর আগামী ২৯ সেপ্টেম্বর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে প্রার্থী ঘোষণা নিয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পাবনা জেলার কালজয়ী মহাপুরুষ, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা  প্রয়াত সাবেক ভূমি মন্ত্রী, শামসুর রহমান শরীফ ডিলু সাহেবের  শহরের আলীবর্দী রোড়ের বাসভবনে উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণে একাংশের  জনাকীর্ণ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

ছবি: মেয়র ইসাহক মালিথাকে সভাপতি এবং সাকিবুর রহমান শরীফ  কনককে  সাধারন সম্পাদক ও মোখলেছুর রহমান মিন্টুকেও প্রার্থী হিসেবে  ঘোষনা করা হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমি মন্ত্রীর সহধর্মীনী কামরুন্নাহার শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় (উপ-কমিটি)’র সদস্য ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটন, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা  বিষয়ক (উপ-কমিটি)’র সদস্য,ঈশ্বরদী-আটঘরিয়ার জনপ্রিয় নেতৃত্ব,  সাবেক ভূমি মন্ত্রীর সুযোগ্য পুত্র সাকিবুর রহমান শরিফ কনক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার কবিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকাল সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক কাদের,দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসম্পাদক বাদশা মালিথা,সাবেক ছাত্রনেতা আকবর দেওয়ান  প্রমূখ।

ষড়যন্ত্রের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে বক্তারা বলেন, প্রতিহিংসা নয় প্রতিযোগীতার মাধ্যমে কাউন্সিলে তৃণমূলের ভোটে নেতা নির্বাচন হবে। সম্মেলনের পোষ্টারে সাধারণ সম্পাদকের না থাকার বিষয়ে তীব্র সমালোচনা করা হয়। ঈশ্বরদীর আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি নয়, ঐক্যবদ্ধভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য আহব্বান জানানো হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, কাউন্সিলর আমিনুর রহমান, জেলা কৃষক লীগের অন্যতম নেতা ও সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শিরান শরীফ তমাল, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস,কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান প্রমূখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু তার বক্তব্যে বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অথচ সম্মেলনের পোস্টারে আমার নাম ব্যবহার করা হয়নি, এটা কি ধরনের রাজনীতি? গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় এমপি নুরুজ্জামান বিশ্বাস সংবর্ধনা নিয়েছেন এটা একাংশের সংবর্ধনা, গোটা উপজেলা আওয়ামী লীগের সংবর্ধনা না।

মিন্টু আরও বলেন, সাবেক মন্ত্রী ও এমপি শামসুর রহমান ডিলু যখন বেঁচে ছিলেন উনি সে সময় যেসব সংবর্ধনা নিয়েছেন সেখানে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ছিল। তিনি একাংশের কোন সংবর্ধনা নেইনি। মিন্টু বলেন, এমপি নুরুজ্জামান বিশ্বাস সাহেব যেসব প্রকল্পের কথা বলে সংবর্ধনা নিয়েছেন তার একটিও কি পাশ হয়েছে? তিনি বলেন, আমি যতক্ষণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছি ততক্ষণ পর্যন্ত আমার নাম কেউ বাদ দিতে পারবে না।

বক্তব্য রাখছেন সাকিবুর রহমান শরীফ কনক

সংবাদ সম্মেলনে কামরুন্নাহার শরীফ ঈশ্বরদী উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা  বিষয়ক (উপ-কমিটি)’র সদস্য  সাবেক ভূমি মন্ত্রীর সুযোগ্য পুত্র সাকিবুর রহমান শরিফ কনকের নাম ঘোষণা করেন। এসময় উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টুও প্রার্থী বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!