শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ১১৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ

‘‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে‘‘ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক।

সভায় আরও বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার মাসুদ রানা, সহকারী প্রোগ্রামার মাসুদ রানা।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী (খ) সার্কেলের ইনচার্জ সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, তাঁত শিল্পের ইনচার্জ ওবাইদুর রহমান জিলানী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান ভবনের সামনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!