শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০১ অপরাহ্ন

ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৮১১ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ১২:২৫ অপরাহ্ণ
ছবি: দূর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল

ঈশ্বরদীতে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ও ভ্যান চালক সহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৬ টার সময় উপজেলার সাহাপুর ইউনিয়নের (পাকশী-পাবনা সড়কের) ছিলিমপুর শালবাগান  নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথেে এক জনের মৃত্যু হয়।

ছবি: দূর্ঘটনায় নিহতদের লাশ

নিহতরা হলেন, ভ্যান চালক ঈশ্বরদী উপজেলার ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের বাহাদুর শাহ’র ছেলে মনসুর আলী খাঁ (৩৫), একই ইউনিয়নের চর আওতাপাড়া গ্রামের মৃত সোবাহান শাহ এর ছেলে সাইদুল (৫৫) ও মোটরসাইকেল চালক পাবনা সদর উপজেলা ছাতিয়ানী মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আসিফুজ্জামান (৩০)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দূর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে রূপপুর অভিমুখে আসা অটোভ্যান ও মোটরসাইকেল শালবাগান নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোভ্যানকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ব্যাটারিচালিত ভ্যানের চালক ও মোটরসাইকেল চালক মারা যায়। গুরুতর অবস্থায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রীকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ সময় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে ট্রাক, অটোভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত ট্রাক, ব্যাটারিচালিত অটোভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে ঈশ্বরদী থানা পুলিশ। নিহতদের লাশ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!