বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে রাশিয়ান নারীকে উত্ত্যক্ত করায় এক যুবকের  কারাদণ্ড

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ১৪৫ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৬ অপরাহ্ণ

ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান মেয়েকে উত্তক্ত্য করার অভিযোগে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী সরকারী কলেজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পি.এম.ইমরুল কায়েস এ দণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত যুবক ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড মহল্লার মৃত আবদুল আজিজের ছেলে সজিবুল ইসলাম রুবেল সৃষ্টি (৩০)।

আমবাগান পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল জানান, ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায় উত্ত্যক্ত করতেন সজিবুল ইসলাম রুবেল। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী রূপপুর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পি.এম.ইমরুল কায়েস বলেন, প্রকল্পের কাজে যাওয়া-আসার পথে ওই বিদেশি নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতেন। অভিযুক্ত রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!