শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ফজলুল হক, সম্পাদক মুক্তার নির্বাচিত 

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৬৭০ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ

জমকালো আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ফজলুল হক এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।

বৃহষ্পতিবার (২৬ মে) সকাল দশটায় ঈশ্বরদী শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন পাবনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা।

দুপুর পর দ্বিতীয় অধিবেশনে ব্যালটে পেপারের মাধ্যমে নতুন সভাপতি- সম্পাদক নির্বাচিত করেন শিক্ষকরা।

৩১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি জোমসেদ আলী পেয়েছেন ২৪৮ ভোট। ৩৪৯ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোক্তার হোসেন এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান রবি পেয়েছেন ২০৬ ভোট।

কমিটিতে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলো:

সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, ইসরাইল হোসেন, মাসুদ হায়দার খান, রেজাউল ইসলাম রকি, সেহেলী আক্তার শিউলি। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু শাহিন ২৯০ (১ম), সোহরাব হোসেন ২৮৬ (২য়), তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন আহসান হাবিব লিপন (২৩২), রফিকুল ইসলাম রিপন (১৬৮)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইয়াসির আরাফাত সুজন ২২৩ তার প্রতিদ্বন্দ্বী ফরিদুল ইসলাম (১৫৮) ও রফিকুল ইসলাম (১৪৭) ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খালিদ হাসান (৩১৩) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়েজ উদ্দীন পেয়েছেন (১৯৮) ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ (২৬৮) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদুল ইসলাম পেয়েছেন ২৪৩ ভোট।

সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ২২২ এবং তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনুন্নাহার পেয়েছেন ১৬৫ ভোট। সাংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাসেল (২৭৮) এবং তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান পেয়েছেন ২৪৭ ভোট।

বিজয়ী সভাপতি ফজলুল হক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান , ঈশ্বরদী উপজেলা শিক্ষক – কর্মচারীকে তথা সবার মধ্যে মেলবন্ধন তৈরি করে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য । বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা এই ধারা অব্যাহত রাখার সর্বাত্মক চেষ্টা করবে । নির্বাচিত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বলেন , ‘ আমাকে নির্বাচিত করায় ঈশ্বরদী উপজেলা সকল শিক্ষক কর্মচারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা । এ বিজয় গণতন্ত্রের বিজয় , এ বিজয় শিক্ষক স্বত্বার বিজয় । আমাদের লক্ষ্য থাকবে শিক্ষক – কর্মচারী সবাইকে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে কাজ করা । ‘

উল্লেখ্য উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৫৮৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!