শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ড্র; পিএসজি’র গ্রুপে ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক / ২৭৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৯:৪৮ পূর্বাহ্ণ

লিওনেল মেসিকে ঘিরে এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাইছে পিএসজি। গতবার ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। পেপ গার্দিওয়ালার দলের সঙ্গে এবার একই গ্রুপে লড়াই করতে হবে রোনাল্ড কোম্যানের শিষ্যদের। এর আগে বায়ার্ন মিউনিখের কাছে বড় ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। সদ্য ড্রতে গ্রুপ পর্বেই লড়াই হবে দুই দলের। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদের অন্যতম প্রতিপক্ষ থাকছে ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক।

তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে হওয়া ড্রয়ে অপেক্ষাকৃত কঠিন গ্রুপে পড়েছে লিভারপুল। বি গ্রুপে লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ, এসি মিলান ও এফসি পোর্তোর সঙ্গে অবস্থান মোহামেদ সালাহদের।

এছাড়া গতবারের চ্যাম্পিয়ন চেলসির গ্রুপে রোনালদোর জুভেন্টাস। এইচ গ্রুপে অন্য দুটি দল হলো- জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামো।

এ গ্রুপ: ম্যানচেস্টার সিটি, পিএসজি, লাইপজিগ ও ক্লাব ব্রুগ।

বি গ্রুপ: আতলেতিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো ও এসি মিলান।

সি গ্রুপ: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স ও বেসিকতাস।

ডি গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক ও শেরিফ ত্রিরাসপুল।

ই গ্রুপ: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা ও ডায়নামো কিয়েভ।

এফ গ্রুপ: ভিয়ারিয়াল,ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা ও ইয়াং বয়েজ।

জি গ্রুপ: লিল, সেভিয়া, সালসবুর্ক ও ভলফসবুর্ক।

এইচ গ্রুপ: চেলসি, জুভেন্টাস, জেনিথ সেন্ট পিটার্সবার্গ ও মালামো।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!