বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

কালীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

প্রশান্ত কুমার রায়,লালমনিরহাট / ১৫৭ বার পঠিত
আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ

লালমনিরহাটে কালীগঞ্জে হত্যার ঘটনায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বুড়িরহাট বাজার এলাকায় ভুক্তভোগী পরিবারের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পল্লী চিকিৎসক ফজর আলী।

তিনি বলেন, প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, গত ৩০ জুন ২০২১ ইং তারিখে উপজেলার বুড়িরহাট বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত ইউসুফ আলীর ছেলে লিটনের সাথে হাতাহতির ঘটনায় বাহার উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ইউসুফ আলীর সাথে গোলাম মোস্তফার সম্পর্ক মামা-ভাগ্নে। আহত হয়ে ভাগ্নের মাটিতে পড়ে যাওয়ার ঘটনায় মামা ইউসুফ আলীও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে ইউসুফ আলীকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিসৎক ইউসুফ আলীকে মৃত্যু ঘোষনা করেন। ইতোমধ্যে ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা গেছে ইউসুফ আলীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

ইউসুফ আলীর মৃত্যুর ঘটনায় ওই দিনই তার স্ত্রী বাদি হয়ে কালীগঞ্জ থানায় ৯ জনসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন কে আসামী করে হয়রানীমূলক একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেন । মামলা নং-০১ জিআর ২০৩/২১।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আমরা মামলার সকল আসামীরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতের মাধ্যমে স্যালেন্ডার করে সকলে জামিনে আসি শুধু ১ নং আসামী ৬ মাস ধরে জেল হাজতে রয়েছেন। বাদী পক্ষ মামলা করেও থেমে থাকেনি আসামী পক্ষের অনেক ক্ষতি সাধন করেছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা। এসময় ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা হত্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!