শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

কুমিল্লায় ১৫৬ বোতল স্কুফ সিরাপ, ৮ কেজি গাজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম. সোহাইল চৌধুরী, বিশেষ প্রতিনিধি / ২২৫ বার পঠিত
আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৪:২০ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানা এলাকা থেকে আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যের ১৫৬ বোতল স্কুফ সিরাপ এবং ৮ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী, মানবপাচারকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ৩১ আগস্ট ২০২১ইং তারিখ ১১ঃ৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম-এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামি ১। মোঃ আবু হানিফ (২৩), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং-ধনপুর, ২। মোঃ হেলাল (২২), পিতা- খলিল মিয়া, সাং- ধনপুর এবং ৩। মোঃ সোহাগ মিয়া (২৭), পিতা- আব্দুল জলিল, সাং- মুরাপাড়া, সর্ব থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লাদের আটক করে।

 

উদ্ধারকৃত গাঁজা ও স্কুফ সিরাপ

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা দু’টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১৫৬ বোতল স্কুফ সিরাপ এবং ৮ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!