বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি’র সমাবেশে আমির খসরু, বাঁধ ভেঙেছে সরকার পতন আন্দোলনের

সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি / ১৮০ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ডাকা সমাবেশে নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে ভেঙে পড়েছে মঞ্চ। এ সময় নিজদলীয় কর্মীদের হাতে লাঞ্চিত হলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।

(১২ জানুয়ারী) বুধবার দুপুর একটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিক এলাকা মাঠে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে। আহতদের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। প্রধান অতিথি’র বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দক্ষিণ জেলার আজকের সমাবেশে বাঁধ ভেঙেছে সরকার পতন আন্দোলনের জন্য। কিছুতেই জনগণকে আটকে রাখা যাবে না। এত লোকের সমাবেশ, মঞ্চ তো ভাঙবেই। আন্দোলন বন্ধ হবে না, চলতে থাকবে।

তিনি আরও বলেন, ১৪৪ ধারার দিন শেষ হয়ে গেছে। দফায় দফায় অনুমতি নিয়ে জনসভার দিন শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, ঘুঘুর ফাঁদ দক্ষিণ চট্টগ্রাম থেকে উম্মোচন করা হবে। ফাঁদ অনেক বসিয়েছেন। এখন আর বসার সময় নাই। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই না, আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনব।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম, পটিয়ার সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনাম, বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, আবুদল জলিল চৌধুরী, আবদুল মোনাফ, জসিম উদ্দিন মাস্টার, শফিকুল ইসলাম চেয়ারম্যান, নুরুল ইসলাম, খোরশেদ আলম, জায়েদুল হক, গোলাম মহিউদ্দিন, তৌহিদুর আলম, ইউনুছমিয়া চেয়ারম্যান, হারুনুর রশিদ চৌধুরী, আলমগীর তালুকদার টিপু, গাজী আবু তাহের, এসএম মামুন মিয়া,আলহাজ্ব মো. মইন উদ্দিন, শাহজাহান চৌধুরী, হাজী নজরুল ইসলাম, আজিজুল রহমান, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মিয়া, গাজী মনির, খোরশেদ আলমদার, মোমেন সিকদারসহ দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় আনোয়ারা উপজেলার বিএনপির নেতা হেলাল, মোস্তাফিজ সমর্থিত ফারুক নামের এক বিএনপি কর্মী মঞ্চে বসে থাকা সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের ওপর হামলা চালায়। এ সময় তার শার্ট ও গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। পরে এমপি নিজাম আমাকে বাঁচাও বাঁচাও বললে নেতাকর্মীরা এগিয়ে সরওয়ার জামাল নিজামকে গাড়িতে তুলে দেন। এ সময় নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। উক্ত সমাবেশ শুরুর আগেই সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশে যোগদান করতে দেখা গেছে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করে। সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই দুপুরে তারা মারামারিতে জড়ান। বিএনপির এক নেতা লাঞ্ছিত হয়েছেন বলে শুনেছি। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!