শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১২ অপরাহ্ন

নৌকায় ভোট দিলে শেখ হাসিনার হাত শক্তিশালী হয়, দেশের উন্নয়ন হয়….. এমপি নুরুজ্জামান বিশ্বাস

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি / ৪১৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৩:৪২ অপরাহ্ণ

নৌকায় ভোট দিলে শেখ হাসিনার হাত শক্তিশালী হয়, আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ও জনগনের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন পাবনা ৪ আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

মঙ্গলবার (১২ অক্টোবর) পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পুস্তিগাছা বাজার থেকে বাঐকোলা মোড় পর্যন্ত সড়কের মেরামত ও বর্ধিতকরন কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন পারমাণবিক শক্তির দেশে প্রবেশ করেছে।জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের অবকাঠামো ও উন্নয়নে সমৃদ্ধে বিশ্বের বুকে মাথা উচু বাঁচতে শিখিয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনকে আবারো নৌকায় ভোট দিতে আহবান জানান তিনি।

এসময় আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন বলেন, বিএনপির শাসন আমলে আটঘরিয়াবাসী পাকা রাস্তা চোখে দেখে নি। শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের ছোয়ায় আটঘরিয়ার উন্নয়ন হয়েছে। এ ধারা আগামীতে অব্যাহত থাকবে।

এরপর দুপুর ২ টায় আটঘরিয়া উপজেলা পরিষদে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মানবিক অর্থ সহায়তা ও ঢেউটিন বিতরন এবং মাঝপাড়া ইউনিয়নের রোকনপুর দাখিল মাদ্রাসার ৪ তলা ভবনের নির্মান কাজের উদ্ভোধন করেন এমপি নুরুজ্জামান বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক দেবোত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাঈমিনুল ইসলাম চঞ্চল, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ৯ কোটি টাকা ব্যায়ে দীর্ঘ ৮ কিলো রাস্তার ১৮ ফিট প্রসস্থকরন কাজ শেষ হলে আটঘরিয়া-পাবনার মেরিল বাইপাস এ-র সাথে যুক্ত হবে,যা আটঘরিয়ার বাসির দীর্ঘ স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!