শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জামালপুরের ডিগ্রীরচর মুজিব শিশু সঞ্চয় সংগঠনের উদ্যোগে দোয়া ও শিশুদের মাঝে খাবার বিতরণ

মিনহাজুর রহমান মুগ্ধ, স্টাফ রিপোর্টার / ৩৮১ বার পঠিত
আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৫:৪৪ অপরাহ্ণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার ১৫ই আগষ্ট, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রীরচর মুজিব শিশু সঞ্চয় সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল এবং শিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিগ্রীরচর মুজিব শিশু সঞ্চয় সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাফিউল ইসলাম, সহ-সভাপতি মোছা. রাসেদা বেগম, সোহাগ মিয়া, রবিউল ইসলাম, খোকন মিয়া, রিপন মিয়া, লিমন মিয়া-সহ অন্যান্য নেত্র-নেত্রীবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে ডিগ্রীরচর মুজিব শিশু সঞ্চয় সংগঠনের সভাপতি বলেন, “ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু জড়িয়ে আছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে যেমন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন তেমনি বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীর মঞ্চে যারা ছিলেন, তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।”

উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম আমাদের জানান, “আমরা শিশুদের নিয়ে কাজ করি। শিশু-শ্রম, বাল্য-বিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধসহ অসহায় শিশুদের চিকিৎসা, শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!