শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ঈশ্বরদীতে জেলেদের মাঝে গরু বিতরণ

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ১৪৩ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০০ অপরাহ্ণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরদীর নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম. ইমরুল কায়েসের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-পরিচালক শিরিন শিলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ নাজমুল হাসান প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ জন নিবন্ধিত প্রান্তিক জেলের মাঝে ১টি করে গরু বিতরণ করা হয়। এ ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী প্রান্তিক জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!