শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

রশিদ নগরেও সেবা দিচ্ছে কক্সবাজারের ঈদগাঁও অক্সিজেন ব্যাংক

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি / ২১০ বার পঠিত
আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ

ডা. শাহাজাহান নাজির স্যারের পরামর্শে ঈদগাঁও অক্সিজেন ব্যাংক-এর অন্তর্ভূক্ত করা হয়েছে রশিদ নগর ইউনিয়নকে। ইউনিয়ন কো-অর্ডিনেটরবৃন্দের মাঝে অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, পিপিই, গ্লাভ, ৪ লেয়ারের মাস্ক, অক্সিজেন মাস্কসহ যাবতীয় সরঞ্জাম তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

রশিদ নগর ইউনিয়নে করোনা পজেটিভ রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করতে সর্বদা পাশে আছে ‘ঈদগাঁও অক্সিজেন ব্যাংক’। করোনা পজেটিভ মুমূর্ষু রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা ও আইসোলেশনে পাঠানোর জন্য সামগ্রিক দায়িত্ব পালনের জন্য যে সকল স্বেচ্ছাসেবী নির্বাচিত হয়েছেন, মো. মোস্তফা ইউনুছ, জসিম উদ্দিন, মো. নাছির উদ্দীন, মো. জাহেদ ইসলাম, মো. জুনাইদ, আরমান হোসেন।
-সকল স্বেচ্ছাসেবীদের অভিনন্দন!

উল্লেখ্য, যে সমস্ত করোনা রোগীদের সিরিয়াস অবস্থা হবে, শ্বাসকষ্ট বেড়ে যাবে অথবা মুমূর্ষু অবস্থা হয়ে গেলে তাদেরকে ফ্রি এম্বুলেন্সের ব্যবস্থা করার পাশাপাশি যাবতীয় চিকিৎসা ফ্রিতে করার জন্য তারা ব্যবস্থা করবেন। এছাড়াও উপসর্গ আছে এমন রোগীদেরকে ঈদগাঁতে করোনা টেষ্ট করার ব্যবস্থা করে দিবেন।

জরুরী হটলাইন নাম্বার:–
মো: মোস্তফা ইউনুছ: ০১৮৮৮-২৫২১২১
জসিম উদ্দিন: ০১৮১৮-১২৯১০৮
মো: নাছির উদ্দীন: ০১৮৫৬-৫০৩০৭৫
মো: জাহেদ ইসলাম: ০১৮৫৫-২৬২৮২০
মো: জুনাইদ: ০১৮১৯-৫০০০৯৫
আরমান হোসেন: ০১৮৬৯-৫৪৪২৪২

-আল্লাহ সকলের সেবাটুকুকে কবুল করুক, আমিন।
দূর্ভোগের এই কঠিন পরিস্থিতিতে কোভিড-১৯ পজেটিভ রোগীদের পাশে আছে ‘ঈদগাঁও অক্সিজেন ব্যাংক’।
আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!