শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হলেন ড. সনৎকুমার সাহা

ভাস্কর সরকার, রাবি প্রতিনিধি / ২৯১ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৪:৫১ অপরাহ্ণ
ড. সনৎকুমার সাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ মনোনীত হয়েছেন একুশে পদকপ্রাপ্ত, রবীন্দ্র গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎকুমার সাহা।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫০৯তম সিন্ডিকেট সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য; অধ্যাপক সনৎকুমার সাহা রাবি অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট রবীন্দ্র গবেষক। ২০০৬ সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন এবং ২০১০ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য তিনি।

প্রবন্ধ রচনায় বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।

বঙ্গবন্ধুর জীবন ও দর্শন নিয়ে উচ্চতর গবেষণার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সিন্ডিকেটের ৪৯৮ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু চেয়ার’র নীতিমালা তৈরী করতে আইবিএস’র পরিচালক অধ্যাপক জাকির হোসেনকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।

কমিটির অন্য সদস্যরা ছিলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক হুমায়ন কবীর, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবীর, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, আইবিএস’র অধ্যাপক স্বরোচিষ সরকার এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!