শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

শ্রীবরদীতে স্বতন্ত্র প্রার্থীর হামলায় মুক্তিযোদ্ধা সহ আহত ৫

মিনহাজুর রহমান মুগ্ধ, স্টাফ রিপোর্টার / ২৩৯ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতিকের প্রার্থীর মানববন্ধনে স্বতন্ত্র প্রার্থী  আব্দুল হামিদ সোহাগ সহ তার বাহিনীর হামলায় মুক্তিযোদ্ধাসহ আরও ৫ জন আহত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার সকালে উপজেলার রানিশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে নৌকা প্রতিকের প্রার্থী মাসুদ রানার সমর্থকরা মানব বন্ধন করতে গেলে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ সোহাগ সহ তার বাহিনী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঐ সময়  হামিদ সোহাগ এর লোক ইউনিয়ন এর  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোলেমান সহ আরও অন্তত ৫ জনকে আহত করে। খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
২৬ ডিসেম্বর শ্রীবরদী উপজেলার রানিশিমুল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৪,৯৭৬ ভোট পান ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ সোহাগ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী মাসুদ রানা পান ৪,৩৪৮ ভোট। সেই নির্বাচনের ফলাফল নিয়ে জটিলতার কারণে এখনও ওই ইউনিয়নের গেজেট প্রকাশ করা হয়নি। প্রাপ্ত ভোটের ফলাফল শিটে কাটাছেঁড়া করার অভিযোগে দায়েরকৃত মামলায় একটি কেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তাকে হাজতবাস করতে হয়। অপর একটি ভোটকেন্দ্র (বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়) থেকে পরদিন ২৭ ডিসেম্বর পরিত্যক্ত অবস্থায় কালো কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ শীল যুক্ত ব্যালট পেপার উদ্ধার করা হয় হাজারো মানুষের উপস্থিতিতে। এ ঘটনার পর পরাজিত প্রার্থী মাসুদ রানা ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। তা বাস্তবায়নের দাবিতে আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নৌকা প্রতীকের প্রার্থী মাসুদ রানার সমর্থকরা ভায়াডাঙ্গা বাজারে ওই মানববন্ধনের আয়োজন করেন। এতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ সহ তার বাহিনী  অতর্কিতে হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!