শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

সলিমপুরের ৭নং ওয়ার্ডে নৌকা প্রত্যাশী- চেয়ারম্যান প্রার্থী শরীফের উঠান বৈঠক

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি / ৭০৬ বার পঠিত
আপডেট : শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৮:১১ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈশ্বরদী উপজেলা সলিমপুর ইউনিয়নের নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক,সাবেক ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের (এল, এল,বি অনার্স, এল এল এম,ঢাকা) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর মোড়ে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এ উঠান বৈঠকের আয়োজন করে।

৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফুরকান মেম্বার ও ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু সাইদের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক ইকরামুল হোসেন, সলিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা কামাল বিশ্বাস, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আতিয়ার রহমান প্রামানিক, আওয়ামীলীগ নেতা তোরাফ জোয়াদ্দার প্রমুুখ।

উঠান বৈঠকে সমাজসেবক সাবেক এই ছাত্রনেতা শরীফ বলেন,বিশ্বনেত্রী মানবতার মা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিব বাহীনির এ অঞ্চলের আঞ্চলিক প্রধান পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের ত্যাগ, তিতীক্ষা, বর্নাঢ্য রাজনৈতিক জীবনের ইতিহাস ও ঈশ্বরদী আটঘরিয়া উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি ঈশ্বরদী আটঘরিয়ার চিত্র পাল্টে দিয়েছেন,তার উদার মানবিকতা, দুঃসাহসিক নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় আলহাজ্ব থেকে ফ্লাইওভার নির্মান,আলহাজ্ব থেকে বানেশ্বর পর্যন্ত ৪ লেনের রাস্তা,দাশুড়িয়া তে আইসিটি পার্ক নির্মান,ঈশ্বরদী ইপিজেডে নতুন নতুন কোম্পানির আগমন, ঈশ্বরদী রেলওয়ে ষ্টেশন কে আধুনিক ও মানসম্মত ষ্টেশনে গড়ে তোলা,হার্ডিঞ্জ ব্রিজের আদৌলে আরেকটি ব্রিজ নির্মান, ঈশ্বরদী বিমানবন্দর চালু,বন্ধ হয়ে যাওয়া পাবনা সুগার মিল পুনরায় চালু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে, ঈশ্বরদীর প্রতিটি ইউনিয়নে কাচা রাস্তা পাকাকরন কাজ চলছে।তিনি আর ও বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি এ ইউনিয়নের মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে এ ইউনিয়নের মানুষের সেবক হয়ে নিজেকে বিলিয়ে দিতে চাই। তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত না করলেও নৌকার মনোনীত প্রার্থীর কাজ করবো,বঙ্গবন্ধুর আদর্শে আমি এই ইউনিয়নের মানুষের জন্য আগে যেমন কাজ করেছি ঠিক এভাবেই সারাজীবন কাজ করে যাবো।

সলিমপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি তরিকুল ইসলাম, ৭ নং ওয়াড যুবলীগের সভাপতি বাবু, সাধারন সম্পাদক খোকন মন্ডল, আওয়ামীলীগ নেতা পান্না বিশ্বাস, মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শিহাব উদ্দীন, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ,সাবেক সাধারন সম্পাদক আতিয়ার রহমান প্রামানিক,আওয়ামীলীগ নেতা ঈদ্রিস প্রামানিক,৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসেম প্রামানিক,আওয়ামীলীগ নেতা জিন্নাহ,৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করিম,বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান,কৃষকলীগ নেতা শামসুল মালিথাসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগেরর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে তিনি সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন।এ সময় উপস্থিত মানুষ তার বিগত সমাজ সেবার কর্মকান্ড ও নৌকা প্রত্যাশী নির্বাচনের উদ্দেশ্য কে স্বাগত জানান।

উল্লেখ্য,সাবেক ত্যাগী এ-ই ছাত্র নেতা বিগত বিএনপি জামাতের শাসন আমলে বার বার হামলা ও তান্ডবের শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!