শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

স্মরণ কালের সেরা বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাগ্রত সকাল ডেস্ক / ২৬৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ

মুলত মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে, বাংলা ও বাঙালীর স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই, জাতির পিতা নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন, গৌরব ঐতিহ্যের ও সংগ্রামের ইতিহাস সমৃদ্ধ এই ছাত্র সংগঠনটি

পাবনার ঈশ্বরদী উপজেলায় মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিবসটির সূচনা হয়। দুপুর ১২টায় শহরের পোষ্টঅফিস মোড় হতে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

শোভাযাত্রার উদ্বোধন করেন,পাবনা জেলার কিংবদন্তি আমৃত্যু সভাপতি, সাবেক ভূমি মন্ত্রী, প্রয়াত শামসুর রহমান শরীর ডিলুর সুযোগ্য উত্তরসূরী,
আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক।শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ৭৪ পাউন্ড ওজনের বিশাল কেক কাটা হয়।সভাপতিত্ব করেন ছাত্রলীগের উপজেলা সভাপতি রাকিবুল হাসান রনি। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন দাস।

অতিথি ছিলেন,উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল,পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন,যুবলীগ নেতা,পুলক সরদার, কুদ্দস,দেওয়ান সবুজ,  আনাস মালিথা ও রাফিকুল ইসলাম রাফিক।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন কনক শরীফ

এসময় পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাওন,কলেজ শাখার সভাপতি খন্দকার আরমান এবং দাশুড়িয়া,মুলাডুলি,সলিমপুর,সাঁড়া,সাহাপুর ও লক্ষীকুন্ডা ইউনয়ন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বাদ জোহর দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!