বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন

১০ জেলার ইটভাটা মালিক সমিতির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া / ২৯৩ বার পঠিত
আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ

পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি প্রতিরোধ ও কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে শনিবার খুলনা বিভাগের ১০ জেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের সমন্বয়ে ঝিনাইদহ শহরতলী গিলাবাড়িয়া আয়েশা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করেন সকল জেলার ইটভাটা মালিক সমিতি। ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সদরুল ইসলাম।

বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা সর্দার ফেরদৌস আহম্মেদ, যশোর জেলা শাখার সভাপতি কাজী নাজির আহম্মেদ মন্নু, কুষ্টিয়ার সভাপতি হাজী আক্তারুজ্জামান মিঠু, জিগজ্যাগ ভাটা মালিক সমিতির সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লা, প্রধান উপদেষ্টা তাপান তামান্না ব্রিকসের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম, ১নং সহ-সভাপতি মহিদুল ইসলাম রিপন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তুহিন, আব্দুল মজিদ রুবেল, নড়াইল জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনসহ খুলনা বিভাগের ১০ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য বিভাগীয় সম্মেলনে উপস্থিত সকল বক্তাগণ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল ভাটা মালিককে কাঠের পরিবর্তে কয়লার ব্যবহার নিশ্চিত করতে অনুরোধ জানান। সকলকেই কয়লা ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সর্বসম্মতিক্রমে একই দিনে আগামী ৩ ডিসেম্বর ইটভাটা তৈরি হবে, ২৪ ডিসেম্বর প্রতিটা ভাটাতে একযোগে আগুন লাগাতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই খুলনা বিভাগের নতুন আহবায়ক কমিটি তৈরি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে কুষ্টিয়া দৌলতপুরে বেশকিছু ইটভাটাতে লক্ষ করা গেছে, তারা কাঠ সংগ্রহ করে ড্রাম চিমনি ভাটা মালিকগণ তাদের ভাটা স্থলে স্তুপ জমাচ্ছেন বলে দাবি করেন জিগজ্যাগ ভাটা মালিকগণ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পলাশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রুহুল কুদ্দস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!