শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

কালীগঞ্জে প্রথম নারী চেয়ারম্যান পদপ্রার্থী সাজেদা জামান

কালীগঞ্জ, লালমনিরহাট প্রতিনিধি / ২৩৫ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:২১ পূর্বাহ্ণ

লালমনিরহাটের কালীগঞ্জে আসন্ন তুষভান্ডার ইউপি নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন পল্লী জননী সাজেদা জামান। তিনি রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের সহধর্মিণী এবং কালীগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারি হতে চান। বিগতদিনে উপজেলার কোন ইউনিয়নে ছিলেন না ’নারী’ চেয়ারম্যান প্রার্থী।

এই প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন পল্লী জননী সাজেদা জামান। তিনি তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে পাল্টে যাবে এই ইউনিয়নের চিত্র। এলাকার উন্নয়নের পাশাপাশি ভাগ্যের উন্নয়ন হবে নারীদের। পল্লী জননী সাজেদা জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে মাঠে নেমেছি। দীর্ঘদিনের স্বপ্ন জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করার। তাই আসন্ন তুষভান্ডার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি।

নির্বাচিত হলে আমার মূল লক্ষ্য হচ্ছে সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক ও দূর্নীতি মুক্ত ইউনিয়ন গড়া এবং ইউনিয়নবাসীকে ভালো কিছু উপহার দেওয়া। ইউনিয়নবাসী পরিবর্তন চায়, আমার বিশ্বাস মানুষের সমর্থন ও সহযোগিতা পেলে সমাজের দূর্বৃত্তায়ন ও অস্থিরতা থেকে ইউনিয়ন বাসীকে মুক্ত করতে পারবো। তিনি আরো বলেন, গরীব অসহায় এবং সকল মানুষের বিপদে আপদে পাশে দাড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি ইউনিয়নবাসীসহ সকলের দোয়া চাই। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!
Bengali Bengali English English Russian Russian
error: Content is protected !!